Site icon Mohona TV

টাঙ্গাইলের মির্জাপুরে পাশের বাড়ির গর্ত থেকে দুই শিশুর লাশ উদ্ধার

পাশের বাড়ির বিল্ডিং তৈরীর জন্য ব্যাচ কাটার গর্ত থেকে আব্দুল্লাহ (৩) ও খাদিজা (৩) নামে দুই শিশুর লাশ উদ্ধার হয়েছে। আব্দুল্লাহ ও খাদিজা মামাতো ভাই ও ফুফাতো বোন। দুই শিশুর লাশ উদ্ধারের পর পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

শুক্রবার (৪ নভেম্বর) সন্ধা সাতটার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোগাপাড়া গ্রামের খোরশেদ মিয়া ওরফে খুক্কু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। আব্দুল্লার পিতার নাম লাল খান, গ্রামের বাড়ি সোহাগপাড়া গ্রামে এবং খাদিজার পিতার নাম ফজলুল হক, গ্রামের বাড়ি সখীপুর উপজেলার নলুয়া গ্রামে।

খাদিজার পিতা ফজলুল হক জানান, শুক্রবার দুপুর দুইটার পর থেকে তারা নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুজির পরও তাদের না পেয়ে পাশের বাড়ির খোরশেদ মিয়া ওরফে খুক্কু মিয়ার বাড়ির বিল্ডিং তৈরীর জন্য ব্যাচ কাটার গর্ত থেকে দুজনের লাশ সন্ধ্যা সাতটার দিকে পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছে। কিভাবে এই দুই শিশু ঐ গর্তে যাবে এটা রহস্য জনক বলে তারা দাবী করছে। তারা ঘটনার সুষ্ঠ তদন্তের দাবী জানিয়েছেন।

এদিকে ঘটনার পর টাঙ্গাইলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) এ এস এম আবু মনসুর মুসা, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন, দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খান, গোড়াই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ হুমায়ুন কবীর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আইয়ুব হোসেন খান বলেন, দুই শিশুর লাশ পাশের বাড়ির খোরশেদ মিয়ার বিল্ডিং তৈরীর জন্য ব্যাচ কাটার গর্তের পানি থেকে উদ্ধার করা হয়েছে। শিশুর পরিবার থেকে অভিযোগ দেওয়া হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের উর্ধ্বতন কর্মকতাগন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

author avatar
Editor Online
Exit mobile version