Site icon Mohona TV

আইনজীবী হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রঞ্জন আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব

বগুড়ায় শিক্ষানবিশ আইনজীবী আব্দুল বারী চাঁন হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত রঞ্জন আলীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (৫ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে শহরের কলোনী চকফরিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার দুপুর একটার দিকে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‍্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) নজরুল ইসলাম।

এ সময় তিনি দাবি করেন, রঞ্জনই চাঁন হত্যার মূল পরিকল্পনাকারী। তার নামে আগে আরও চারটি হত্যা এবং একটি অস্ত্র মামলা আছে।

নজরুল ইসলাম বলেন, বগুড়া শহরের চকফরিদ এলাকার শিক্ষানবিশ আইনজীবী ও বিএনপির রাজনীতিতে যুক্ত আব্দুল বারী চাঁনের সঙ্গে রঞ্জনের জমিজমা নিয়ে কথা বিরোধ চলছিল। এর জের ধরে গত ১ নভেম্বর সকাল সোয়া ৯টার দিকে রঞ্জনের চাচা শ্বশুর আব্দুর রহিম, শ্যালক মেহেদীসহ চার-পাঁচজন মিলে আব্দুল বারী চাঁনকে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে একাধিক আঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় চাঁন মারা যান। এ ঘটনার পর থেকেই পুলিশের পাশাপাশি র‍্যাব আসামিদের ধরতে ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার রঞ্জনকে গ্রেপ্তার করা হয়।

রঞ্জন আলীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তরসহ বাকি আসামিদের ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই র‌্যাব কর্মকর্তা।

author avatar
Editor Online
Exit mobile version