Site icon Mohona TV

নিখোঁজের তিনদিন পর বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিনদিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশ নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বনানীঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে দেলপাড়া কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নুরুদ্দীন রানার ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার ডেমরার শান্তিবাগ কোনাপাড়া এলাকায় বসবাস করেন।

স্বজনরা জানান,গত ৪ নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল। পর ৫ নভেম্বর নিহতের বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। খবরপেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ সনাক্ত করে।

রামপুরা এলাকার সিসিটিভি ফুটেজে দেখা যায় ফারদিন রিক্সা থেকে এক নারীকে নামিয়ে দিয়ে পুনরায় রামপুরার দিকে যায়। সে থেকে সে নিখোঁজ থাকে।

এদিকে ময়নাতদন্তের পর চিকিৎসক জানিয়েছেন তাকে হত্যা করা হয়েছে। তবে তিনি ‘পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার’ নাকি ‘ছিনতাই বা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে’ নিহত হয়েছেন; সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

চিকিৎসক আরও জানান, ময়নাতদন্তে ফারদিনের বুকে এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে কিনা, তা নিশ্চিত হতে বেশ কিছু উপাদান সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা সম্ভব হবে বলে জানান তিনি। 

নারায়ণগঞ্জ নৌ-থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

author avatar
Editor Online
Exit mobile version