Site icon Mohona TV

ফেনীতে সড়ক দূর্ঘটনায় কাভার্ডভ্যান চালক সহ নিহত ৪ আহত ১১জন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলীর ধুলামিয়ায় সড়ক দূর্ঘটনায় কাভার্ড ভ্যান চালক নাজমুল হাসান (২৪) সহ নিহত ৪, আহত ১১ জন ।

বুধবার (০৯ নভেম্বর) বেলা  ১০টার দিকে মহাসড়কের মোহাম্মদ আলীর ধুলামিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী একটি ইউনিক বাস বিপরীত হতে আসা কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কাভার্ডভ্যান  চালক  সহ বাসের যাত্রী ৪ জন নিহত এবং ১১ জন আহত হয়। নিহত ৪ জন সহ ১১জনকে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা  উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ এ,এস এম সোহরাব আল হোসাইন কাভার্ডভ্যান চালক মোঃ নাজমুল (২৪)ও রিয়াজ উদ্দিন(৪০) সহ বাকী ২ জনকে মৃত ঘোষণা করে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে ।

অপর আহত ব্যক্তিদের মধ্যে ১জনকে  চিকিৎসার জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।বাকী ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়া হয় এবং বাকী ৬ আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয় ।

নিহতরা হলেন কুমিল্লার দূর্গাপুর এলাকার ওমর আলীর ছেলে নাজমুল হাসান (২৪) ও লক্ষিপুর জেলার ভবানীগন্জের হাফেজ আহমেদ এর ছেলে রিয়াজ উদ্দিন (৪০) বাকী ২ জনের পরিচয় জানা যায় নি তবে তাদের পরিচয় শনাক্তের জন্য পিবিআই কাজ করছেন।

আহতদের মধ্যে রয়েছে ফেনীর ছাগলনাইয়ার বাদশা মিয়ার ছেলে কালাম(৪২), চট্টগ্রামের বোয়ালখালীর শিব দাসের পুত্র সুজন দাস(৩৮), পিরোজপুরের স্বরুপকাঠির আব্দুর রহমানের ছেলে ফোরকান(৫৫), সাভারের আবুল কালামের ছেলে আমির হামজা(৪৩) পিরোজপুরের স্বরূপকাঠি এলাকার রুস্তম আলীর ছেলে মনিরুল (৪২), নোয়াখালী জেলার কবিরহাটের মজিবুল হকের ছেলে হান্নান (৩৬), ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাওয়ান সরকার (৩৫), কুড়িগ্রামের উলিপুরের আবুল হোসেনের ছেলে একরামুল (৩২) ফেনীর খাইয়ারার বাসীন্ধা মৃত আবু তাহেরে ছেলে পারভেজ শরিফ (২৬) ও ভোলার লালমোহন এলাকার মোঃ সুলতানের ছেলে নয়ন(২৮) এবং চট্টগ্রামের সন্দিপের বাসীন্ধা শাহ আলমের ছেলে  আরিফ (৩৯)।

author avatar
Editor Online
Exit mobile version