Site icon Mohona TV

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ধুঁকতে ধুঁকতে সেমিফাইনালের টিকিট কাটে পাকিস্তান। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সে সবার প্রথমে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড। তবে প্রথম সেমিফাইনালে কিউইদের যেন পাত্তায় দিল না পাকিস্তান। নিউজিল্যান্ডের ছুঁড়ে দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ফিফটিতে ৫ বল আর ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের পেসারদের দুর্দান্ত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫২ রান করে নিউজিল্যান্ড। কিউইদের হয়ে ৩৫ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ড্যারিল মিচেল। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম এবং মোহম্মদ রিজওয়ানের ফিফটিতে ভর করে ৫ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় তুলে নেয় পাকিস্তান। আর তাতেই প্রথম দল হিসেবে নিশ্চিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট।

এই নিয়ে তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান। শেষবার ২০০৯ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল পাকিস্তান। সেবার শ্রীলংকাকে ৮ উইকেটে হারিয়ে প্রথম এবং একমাত্র বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান। এর আগের আসরে অর্থাৎ প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরেও ফাইনালে উঠেছিল পাকিস্তান। তবে সেবার ভারতের কাছে ৫ রানে হেরেছিল পাকিস্তান।

author avatar
Editor Online
Exit mobile version