Site icon Mohona TV

শেরপুরের শ্রীবরদীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

মাদকদ্রব্য অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহায়তায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক

মোহাম্মদ খোরশিদ আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর এনামুল হক ও শ্রীবরদী উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ।

কর্মশালার এক পর্যায়ে স্ব- স্ব ইউনিয়নে আগামি ৬ মাসের কর্মপরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ্ব আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান   অ্যাডভোকেট মো, আব্দুর রউফ মিয়া, ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরিদ প্রমূখ।

কর্মশালায় শ্রীবরদী উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য সদস্যা, পৌরসভার কাউন্সিলর, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

 

author avatar
Editor Online
Exit mobile version