Site icon Mohona TV

কৃষি কর্মকর্তাকে মারতে চেয়ার তুললেন ভুমি অফিসের পিওন!

নথি অনুযায়ী জোত খোলার সময় বাকবিতন্ডার জেরে গাজীপুরের শ্রীপুর উপজেলার কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তাকে মারতে চেয়ার তুলে তেরে আসলেন পৌর ভূমি অফিসের অফিস সহায়ক আল আমিন।

বৃহস্পতিবার(১০ নভেম্বর) অফিস চলাকালীন সময়ে এমন ঘটনা ঘটে। জানা যায়, পৌর এলাকার ৭নং ওয়ার্ডে নিজ জমির নাম জারির কাজে শ্রীপুর পৌর ভূমি অফিসে যান উপসহকারী কৃষি কর্মকর্তা রমিজ খন্দকার। খারিজ করা নথিভূক্ত ডিসিআর মূলে ভলিউমে জোত খোলার জন্য আল আমিনের কাছে যান। কৃষি কর্মকর্তাকে দীর্ঘ সময় বসিয়ে রেখেও আল আমিন ওই জোত না খোলার কারন জানতে গেলে আল আমিন রাগান্বিত হয়। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ার তুলে ওই কৃষি কর্মকর্তাকে মারতে তেরে আসেন আল আমিন।

উপসহকারী কৃষি কর্মকর্তা অভিযোগ করে বলেন, আমাকে বসিয়ে রেখে গেইটের চিপায় গিয়ে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে তাদের কাজ আগে করে দিচ্ছিলেন আল আমিন। কারন জানতে চাইলে আমাকে অপমানজনক কথাবার্তা বলে সে। পরে আমি প্রতিবাদ জানালে চেয়ার দিয়ে আমাকে মারতে তেরে আসে। বিষয়টি আমার উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি।

এ ঘটনার বক্তব্য নেওয়ার প্রয়োজনে পৌর ভূমি অফিসে গিয়ে পাওয়া যায়নি অফিস সহায়ক আল আমিনকে। পরে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মূয়ীদুল হাসান বলেন, বিষয়টি অবগত হয়ে ইউএনও মহোদয়কে জানানো হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেহেনা আক্তার বলেন, বিষয়টি আমি শুনেছি। কিন্তু এ ঘটনায় কেউ অভিযোগ করেনি৷ অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এসএম সাইফুর রহমান বলেন, এমন ঘটনা ঘটে থাকলে নিঃসন্দেহে দুঃখজনক ও ফৌজদারি অপরাধ। ভুক্তভোগী চাইলে থানা পুলিশে অভিযোগ দিতে পারেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি বিষয়টি সমাধান করতে পারেন। আমি তাদের সাথে কথা বলবো।

author avatar
Editor Online
Exit mobile version