Site icon Mohona TV

করোনা মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে জিনিসপত্রের দাম বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা মহামারি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে দ্রব্যমূল্যের দাম অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। দ্রব্যমূল্যের দাম শুধুমাত্র আমাদের দেশেই বাড়েনি বেড়েছে সারা বিশ্বে। যারা প্রভাব পড়েছে আমাদের কৃষি, যোগাযোগসহ বিভিন্ন খাতে।

আজ(১২ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে উপকারভোগী পরিবারের মধ্যে টিসিবির পন্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার জনগণের জন্য অনেক কিছুই করে যাচ্ছে। কিন্তু বিএনপি-জামায়াত জনগণের পাশে না দাঁড়িয়ে তাদেরকে আরো বিভ্রান্তির মধ্যে ফেলছে।

অনুষ্ঠানে গড়পাড়া ইউনিয়নের ১৪৬৪ জন মানুষের মাঝে ৪০৫ টাকা মূল্যে দুই কেজি তেল, দুই কেজি ডাল ও এক কেজি করে চিনি বিক্রয় করা হয়।

এসময় জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

author avatar
Editor Online
Exit mobile version