Site icon Mohona TV

মুন্সীগঞ্জে হতদরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচীর চাল কম দেওয়া ৫০ হাজার টাকা জরিমানা ও ডিলারস বাতিল

মুন্সীগঞ্জে হতদরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচীর চাল কম দেওয়া ৫০ হাজার টাকা জরিমানা ও ডিলারস বাতিল

মুন্সীগঞ্জের সদর  উপজেলার রামপাল ইউনিয়নে হতদরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচীর ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে কার্ডধারী ক্রেতাদের কাছে চাল বিক্রয়ের সময় ওজনে কম দেওয়ার অপরাধে মেসার্স কবির এন্টারপাইজ ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ডিলারসিপ বাতিল করেছে উপজেলা নির্বাহীকর্মকর্তা  ভ্রাম্যমান আদালতে।  দণ্ডপ্রাপ্ত ডিলার মো. কবির   হোসেন (৪৫ ) রামপাল ইউনিয়ন ধলাগাও এলাকার মেসার্স কিবর এন্টারপ্রাইজের। উপেজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হতদরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় ১৫টাকা কেজি দরে ৩০ কেজি করে কার্ডধারী ক্রেতাদের নিকট ভিজিএফ’র চাল বিক্রয়ের কথা থাকলেও অনেক ক্রেতাদের নিকট ৩০ কেজি থেকে কম চাউল বিক্রি করে ৩০ কেজির সমপরিমাণ অর্থ আদায়ের সংবাদ পেয়ে সেখানে  রবিবার সকালে  ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।  সদর  নির্বাহী ম্যাজিস্ট্রেট  হোসাইন মোহাম্মদ  আল জুনায়েদ  নেতৃত্বে পরিচালিত অভিযানে সরকারি চাউল বিক্রয়ে অনিয়ম করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ডিলার কবির হোসেনকে ৫০ পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ডিলারসিপ বাতিল  করা হয়।
author avatar
Editor Online
Exit mobile version