Site icon Mohona TV

গায়ক আকবর মারা গেছেন

গায়ক আকবর মারা গেছেন। আজ রোববার ( ১৩ নভেম্বর) দুপুরে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যানমেয়ে অথৈ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গত কয়েকদিন থেকে আকবর আইসিইউতে তারপর সর্বশেষ লাইফ সাপোর্টে ছিলেন।

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে পরিচিতি পান এই গায়ক। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় ছিলেন। কিছুদিন আগে অস্ত্রোপচারের মাধ্যমে তার পা কেটে ফেলা হয়।

তোমার হাত পাখার বাতাসে’ গানের এই শিল্পী যশোর শহরের রাস্তায় একসময় রিকশা চালাতেন। হানিফ সংকেতের  ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে গান গাওয়ার পর তার ভাগ্য বদলে যায়।

প্রসঙ্গত, যশোরের রিকশাচালক আকবর আলি গাজী। আজ থেকে প্রায় ১৮ বছর আগে ইত্যাদির মঞ্চে কিশোর কুমারের গান গেয়ে পরিচিতি পান তিনি। এরপর নিজের মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ দিয়ে করেন বাজিমাত। গানটির অডিও-ভিডিও দুটোই ছিল সুপারহিট। দেশ-বিদেশের মঞ্চে গান গেয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি।

কিন্তু হঠাৎ করেই কিডনির অসুখে আক্রান্ত হন আকবর। দেখা দেয় ডায়াবেটিসও। ছন্দপতন ঘটে জীবনের। অনেক বছর ধরেই দুরবস্থা চলছে। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের ভাগ্যের পরিহাসে সংকটের মুখোমুখি আকবর। সুস্থ হয়ে আবারও সবাইকে গানে মাতাবেন, এমনটাই প্রত্যাশা তার পরিবারের।

author avatar
Editor Online
Exit mobile version