Site icon Mohona TV

তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন পোশাক কারখানা শ্রমিকদের

সাভারের আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা।

আজ (১৫ নভেম্বর) সকালে আশুলিয়া প্রেসক্লাব চত্বরের শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি পালন করেন তারা।

অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া ওই কারখানার ফিনিশিং ইনচার্জ রফিকুল আলম, কোয়ালিটি ইনচার্জ মাইন উদ্দিন, শ্রমিক মাহফুজ, শাহিনুর ইসলামসহ অনেকেই জানান, আশুলিয়ার গণকবাড়ি এলাকার আরএল ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সেন্টারের ষষ্ঠ ও সপ্তম তলায় মাহাবুবা নিটওয়্যার লিমিটেড বর্তমানে এসএম ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করে আসছিলেন। গত আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের বেতন পরিশোধ না করে টালবাহানা শুরু করে মালিক পক্ষ।

তারা জানান, মালিকপক্ষ একাধিকবার বেতন পরিশোধের আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। সর্বশেষ গত ৩১ অক্টোবর শ্রমিকরা তাদের বকেয়া বেতন চাইলে কোনো টাকা দেয়া হবে না বলে জানিয়ে দেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খাইরুল ইসলাম।

একপর্যায়ে গত ১ নভেম্বর শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার বরাবরে শ্রমিকদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়।
এ ব্যাপারে শিল্প পুলিশ-১-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু সালেহ জাফর বলেন, শ্রমিকদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

author avatar
Editor Online
Exit mobile version