Site icon Mohona TV

কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে ঝাঁকে ঝাঁকে মাছ

বৃহস্পতিবার ( ১৭ নভেম্বর) সকালে সৈকতের লাবনী পয়েন্ট, শৈবাল পয়েন্টসহ একাধিক পয়েন্টে এসব মাছ ভেসে আসে।

স্থানীয়রা জানান, সকালে কূলের কাছেই দুটি বোট জাল বসিয়ে মাছ ধরছিলেন। মাছের বড় একটি ঝাঁক এসে জাল ছিঁড়ে ফেলে। পরে জালসহ কূলে ভেসে আসে।

এই মৃত মাছ দেখতে ও কুড়াতে উৎসুক জনতার ভিড় নামে সৈকতে। এই মাছ নিয়ে নানা মন্তব্য করছে অনেকে। কেউ বলছেন, ট্রলিং জাহাজ থেকে ছোট মাছগুলো ফেলে দেওয়ায় কূলে ভেসে এসেছে। আবার কেউ বলছে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এমনটা হতে পারে।

জেলা প্রশাসন বিষয়টি নিশ্চিত করে জানান, এটি একটি ব্যতিক্রম ঘটনা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। জলবায়ু পরিবর্তনের প্রভাব নাকি অন্যকোন কারণে এই ঘটনা ঘটেছে সেটি গবেষণা করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।

উল্লেখ্য, গত কয়েক মাসের ব্যবধানে কয়েক দফায় সাগরে ভেসে এসেছিলো অসংখ্য জেলেফিশ। এর আগে সমুদ্র সৈকতে থেকে ভেসে এসেছিল কয়েকটি মৃত তিমি এবং কয়েক হাজার টন বর্জ্য।

 

 

author avatar
Editor Online
Exit mobile version