Site icon Mohona TV

শেরপুরের শ্রীবরদীতে তাঁতিদলের ১৫ জন কর্মী আটক, তিন পুলিশ আহত

শেরপুরের শ্রীবরদীতে তাঁতিদলের কর্মী সমাবেশ শেষে ফেরার পথে উশৃংখল আচরণ ও নানা শ্লোগানে বাঁধা দেয়ায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শুক্রবার ( ১৮ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের উত্তর বাজার জামে মসজিদ ও পোষ্ট অফিসের পাশে সড়কে এ ঘটনা ঘটে।  এ ঘটনায় তিনজন পুলিশ আহত হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে  দুটি অবিস্ফোরিত ককটেল, পাঁচটি বিস্ফোরিত ককটেলের অংশ ও ইটের টুকরো সহ ১৫ জনকে আটক করে।  এ ব্যাপারে থানায় বিস্ফোরক আইনে আটক ১৫ জনসহ ৩৬ জনের নামে মামলা হয়েছে। আটককৃতদের শনিবার দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শ্রীবরদী উপজেলা জাতীয়তাবাদী তাঁতিদলের কর্মী সমাবেশ শেষ হয় সন্ধ্যায়। পরে দলের নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে উশৃংখল আচরণ ও নানা শ্লোগান দেয়।  এ সময় পুলিশ বাঁধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে তিনজন পুলিশ আহত হয়।  পরে পুলিশ অভিযান চালিয়ে উত্তর বাজার জামে মসজিদ ও পোষ্ট অফিসের পাশে সড়ক থেকে ১৫ জনকে আটক করে।

এসময় উদ্ধার করা হয় দুটি অবিস্ফোরিত ককটেল ও পাঁচটি বিস্ফোরিত ককটেলের অংশ আর কিছু ইটের টুকরো।  এ ঘটনায় এসআই রোকন উদ্দিন বাদী হয়ে আটক ১৫ জনকর্মীসহ ৩৬ জনের নামে বিস্ফোরক আইনের মামলা দায়ের করেন।

আজ শনিবার ( ১৯ নভেম্বর) দুপুরে সাত দিনের রিমান্ড আবেদন করে আটককৃত দের কোর্টে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস।

 

 

author avatar
Editor Online
Exit mobile version