Site icon Mohona TV

লক্ষ্মীপুরে অগ্নিকান্ডে বসতঘরসহ ১০টি দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে একটি বসত ঘর ও ১০টি দোকান পুড়ে ছাই হয়ে অন্তত অর্থকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থরা। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়দের সহযোগিতায়  প্রায় ১ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্থানীয় চন্দ্রগঞ্জের পশ্চিম বাজারের বাঁধের ঘোড়া এলাকার ফারহানা নামের এক নারীর বসতবাড়ীতে রান্না ঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত হয়। মূহুর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশে পাশের দোকানগুলোতে। এসময় একটি নারিকেলের গোডাউন, ৪টি ভাঙ্গারী দোকান, দুটি হার্ডওয়ারের গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে লক্ষ্মীপুর ও বেগমগঞ্জ থেকে ৩টি ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন আগুন নিয়ন্ত্রণে আছে। ক্ষতির বিষয়ে তাৎক্ষনিক কিছু জানাতে পারেনি তিনি।

 

 

author avatar
Editor Online
Exit mobile version