Site icon Mohona TV

কর্মবিরতির ডাক দিয়েছে সাধারণ নৌ-শ্রমিক ঐক্য পরিষদ

নৌ-শ্রমিকদের নূন্যতম মজুরি ২০ হাজার টাকা, নদীপথে চাঁদাবাজি, ডাকাতি বন্ধ সহ ৭দফা দাবিতে সারাদেশে নৌ-পথে নৌ-শ্রমিকদের কর্ম বিরতিকে শ্রম অধিদপ্তর বেআইনি বলায় রাতে নারায়ণগঞ্জের মশাল মিছিল, প্রতিবাদ সভা করে আগামীকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছে সাধারণ নৌ-শ্রমিক ঐক্য পরিষদ।

শনিবার (২৭ নভেম্বর) রাতে শহরের ৫নং ঘাট এলাকায় সর্বস্তরের নৌ-শ্রমিক ও নাবিকরা প্রতিবাদ সভা ও মশাল মিছিল করে।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার, আকতার হোসেন,কবীর হোসেন,ইব্রাহীম খলিল, ফারুক ইসলাম প্রমুখ।

সভায় বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ শিকদার বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে নৌ-শ্রমিকদের নূন্যতম মজুরি ২০ হাজার টাকা, নদীতে চাঁদাবাজি বন্ধ সহ ৭দফা দাবি সরকার ও মালিকদের কাছে বিভিন্ন সময়উত্থাপন করলেও তারা তা মানছে না।   দাবি মানা না হলে আগামীকাল থেকে সারাদেশে  অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে নৌ- শ্রমিকরা।

author avatar
Editor Online
Exit mobile version