Site icon Mohona TV

বরগুনায়ও অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট

সারা দেশের মতো বরগুনায়ও অনির্দিষ্টকালের নৌ ধর্মঘট চলছে। নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের ডাকে ধর্মঘটে রোববার (২৭ নভেম্বর) মধ্যরাত থেক সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঢাকাগামী যাত্রীরা।

জানা যায়, ১০ দফা দাবিতে রোববার রাত ১২টা থেকে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ ধর্মঘটের ডাক দেয়। এতে বরগুনা নদীবন্দর থেকে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ এ ধর্মঘটের কারণে গতকাল থেকে কোনো লঞ্চ বরগুনা নদীবন্দর টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। আজও কোনো লঞ্চ ছেড়ে যাবে না বলে জানা গেছে।

এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন চিকিৎসাসহ জরুরি কাজে যাওয়া ঢাকাগামী যাত্রীরা। নিম্ন আয়ের যাত্রীদের দ্বিগুণ ভাড়া দিয়ে বাসে যাওয়া সম্ভব হচ্ছে না।

শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে একাধিকবার ধর্মঘট ডাকা হয়েছে। কিন্তু বারবারই আমরা আশ্বাস পেয়েছি, কোনো দাবি-দাওয়া মানেনি মালিক পক্ষ। তাই আমরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছি। দাবি না মানা পর্যন্ত আমাদের এই ধর্মঘট অব্যাহত থাকবে।

author avatar
Editor Online
Exit mobile version