Site icon Mohona TV

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে কোবাদ ওরফে কুবাদ আলী (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে।

সোমবার(২৮ নভেম্বর)  দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত কোবাদ ওরফে কুবাদ আলী ভোলাহাট উপজেলার মুশরীভুজা মধ্যখড়কপুর গ্রামের মৃত সুলতান আলীর ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। এসময় কুবাদ আলীর ফাঁসির আদেশ দেন বিচারক।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম জানান, ২০১৯ সালের ৮ জুলাই দুপুর ২টার দিকে টাকা-পয়সা সংক্রান্ত জেরে আয়েশা খাতুনকে ধরালো হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় কোবাদ ওরফে কুবাদ আলী। পরে নিহত আয়েশা খাতুনের ছোট বোন বাদি হয়ে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

এপিপি আরও জানান, স্ত্রী আয়েশা খাতুনকে হত্যার সময়ে তাঁকে বাঁচাতে এগিয়ে আসে তাঁর মেয়ে হাবিবা ও জামাই সাদেকুল ইসলাম। এসময় তাঁদেরকেও হাঁসুয়া দিয়ে আঘাত করেন কোবাদ আলী। এতে তাঁরা গুরুতর আহত হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে ৩০২ ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে ফাঁসির আদেশ দিয়েছেন বিচারক। তবে নিয়ম অনুযায়ী নিদিষ্ট সময়ের মধ্যে আপিল করার সুযোগ রয়েছে আসামীর।

author avatar
Editor Online
Exit mobile version