Site icon Mohona TV

১ ঘন্টা বন্ধ থেকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক 

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনের আউটার সিগনালে যমুনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ১ ঘন্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার সকাল ৭টা ৪০ মিনিটে ট্রেন চলাচল শুরু হয় বলে মোহনা টেলিভিশন অনলাইনকে নিশ্চিত করেছেন স্টেশনের দায়িত্বরত মাস্টার শামীমা আক্তার।

তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ২৪ মিনিটে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। ট্রেনটি ঢাকার উদ্দেশে শ্রীপুর স্টেশন ছেড়ে যাওয়ার পর আউটার সিগন্যালের কাছাকাটি ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । পরে রাজন্দ্রেপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা বলাকা কমিউটারের ইঞ্জিন এনে বিকল ট্রেনটি সচল করা হলে সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়।

 

author avatar
Editor Online
Exit mobile version