Site icon Mohona TV

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এ পর্যন্ত ২২ লাখ রিটার্ন জমা পড়েছে বলে জানান এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। দুপুরে এনবিআর কার্যালয়ে জাতীয় রাজস্ব দিবসের সেমিনারে এ তথ্য জানান তিনি। সেমিনারে, প্রত্যক্ষ কর ৫০ শতাংশে উন্নীত করার প্রত্যয় জানান এনবিআর সদস্যরা।

জাতীয় আয়কর দিবস উপলক্ষে প্রত্যক্ষ কর ব্যবস্থাপনা ও কর নেট সম্প্রসারণ বিষয়ে সেমিনার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড। এতে সরকারের কন্ট্রোলার ও অডিটর জেনারেল মুসলিম চৌধুরী জানান, করদাতা বাড়াতে নিয়মিত জনবলের সঙ্গে আইটি বিশেজ্ঞদের যুক্ত করতে হবে।

বর্তমান অটোমেশন পদ্ধতিকে স্থায়ী করার পরামর্শ দেন এনবিআর সদস্যরা। কর আইনকে শিল্পবান্ধব করতে প্রয়োজনীয় সংস্কারের পক্ষেও মত দেন তারা।

জনস্বার্থে পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ কর বাড়ানোর তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান। সেইসঙ্গে করদাতাদের সক্ষমতা বাড়ানোর কথাও বলেন তিনি।

সেমিনারে রিটার্ন দাখিলের মেয়াদ আরও একমাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর করার ঘোষণা দেন এনবিআর চেয়ারম্যান।

author avatar
Editor Online
Exit mobile version