Site icon Mohona TV

আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের খোঁজ খবর নিলেন বিদেশী ১৬ দেশের নাগরিকরা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া এলাকায় অবস্থিত মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের খোঁজ খবর নিলেন ১০টি দেশের সরকারের বিভিন্ন দপ্তরের কর্মরত কর্মকর্তাবৃন্দ এবং ৬ টি দেশের আন্তর্জাতিকভাবে কর্মকান্ড পরিচালনা করা বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ। এসময় তারা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের সাথে সময় কাটান এবং তাদের খোঁজ খবর নেন।

বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে নগরকান্দার আশ্রয়ন প্রকল্পে এসে পৌঁছান তারা। দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো: আতিকুল হক এর নেতৃত্বে ৪০ সদস্যের দলটি আসেন। সকলকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো: শাহজাহান সহ কর্মকর্তাবৃন্দ।

ভারত, ভিয়েতনাম, ফিলিপাইন, নেপাল, শ্রীলংকা, থাইল্যান্ড, ভুটান, কম্বোডিয়াসহ সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইন্টারন্যাশনাল ১৩ টি এনজিও’র কর্মকর্তাবৃন্দ ওই দলে ছিলেন।

গত ২৮ নভেম্বর তিন দিন ব্যাপী এশিয়া শেল্টার ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসেন এই দলটি। ২৯ নভেম্বর ঢাকায় সম্মেলন শেষে, ফিল্ড ভিজিটের অংশ হিসেবে আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে আসেন তারা।

জেলার বিভিন্ন উপজেলায় ৫হাজারের অধিক গৃহহীনকে ঘর প্রদান করা হয়েছে। এই প্রকল্পে বিদেশী নাগরিকরা এসে খুব খুশি হয়েছে। প্রকল্পের বাসিন্দারাও খুব আনন্দিত।

author avatar
Editor Online
Exit mobile version