Site icon Mohona TV

দেড় বছর জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল তিন বাংলাদেশি যুবক

ভালো কাজের সন্ধানে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হওয়ার পর দেড় বছর জেল খেটে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে তিন বাংলাদেশি যুবক।

বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ এর কাছে তাদের হস্তান্তর করেন।

ফেরত আসারা বলেন, ভালো কাজের আশায় দালালের মাধ্যমে সীমান্তের অবৈধ পথে ভারতের মহারাষ্ট্র শহরে যায়। সেখানে যাওয়ার পর পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করে। পরে অবৈধভাবে ভারতে যাওয়ার অভিযোগে সে দেশের আইনে আমাদের দেড় বছর সাজা দেয়। সাজা শেষে আজ দেশে ফিরেছি।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তিন বাংলাদেশি যুবক দেড় বছর পর দেশে ফিরেছে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে। ইমিগ্রেশন এর কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভুঁইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে তাদের জাস্টিস এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে।

আরোও পড়ুন: লক্ষ্মীপুরে ভাইয়ের হাতে ভাই খুন

যশোর জাস্টিস এন্ড কেয়ার এর সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, ফেরত আসাদের যশোরে তাদের নিজস্ব শেল্টার হোমে রেখে পরে পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

 

 

author avatar
Editor Online
Exit mobile version