Site icon Mohona TV

বাজার থেকে উধাও চিনি !

চিনি নিয়ে কিছুতেই নৈরাজ্য কাটছে না। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত মজুত থাকার কথা বলা হলেও বাজার থেকে দৃশ্যত উধাও অতিপ্রয়োজনীয় পণ্যটি। ব্যবসায়ীরা বলছেন, চিনির বাজার নিয়ন্ত্রণ করছে নামিদামি বিভিন্ন কোম্পানি। এদের সিন্ডিকেট না ভাঙতে পারলে সংকট কাটবে না।

ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে চিনিসংকটের জন্য দায়ী মাল্টিন্যাশনাল কোম্পানি। চাহিদার ৫ ভাগের একভাগও তারা সরবরাহ করছে না বলে জানান তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী যানান, ’আমাদের সপ্তাহে লাগে ৪ থেকে ৫ বস্তা চিনি কিন্তু আমাদের দেয়া হয় মাত্র ১ বস্তা চিনি’ ।

বাণিজ্যমন্ত্রীর কথামতো পর্যাপ্ত মজুদ থাকার পরও বাজার কেন চিনিশূন্য- এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ীরা বলছেন, যথাযথ তদারকির অভাব এবং সমন্বয়হীনতাই এর প্রধান কারণ। সংকট কাটাতে ওইসব কোম্পানির সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ীরা।

চিনির বাজারে নৈরাজ্য বন্ধে সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন তারা।

author avatar
Editor Online
Exit mobile version