Site icon Mohona TV

মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকতার পথ সুগম হয়েছে:সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব এবং সর্বাত্বক সহায়তায় দেশের সার্বিক উন্নয়নের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকতার পথ সুগম হয়েছে। এরই ধারাবাহিকতায় নতুন সংযোজিত লাইট ট্যাংক ভিটি-৫ এবং আর্টিলারি রেজিমেন্টে কিউডব্লিউ ১৮এ মিসাইল সিস্টেম সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতায় যোগ করেছে এক নতুন মাত্রা।

মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারে রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনীর উন্নয়নের রুপকল্প ফোর্সেস গোল -২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে সাঁজোয়া কোরে নতুন সংযোজিত লাইট ট্যাংক ভিটি-৫ এবং আর্টিলারি রেজিমেন্টে কিউডব্লিউ ১৮এ মিসাইল সিস্টেম অন্তর্ভুক্তিকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন সেনাপ্রধান।

এসময় সেনাবাহিনীর চীফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, মাষ্টার জেনারেল অব অর্ডন্যান্স মেজর জেনারেল মো: আবু সাইদ সিদ্দিকী, ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজার এরিয়া কমান্ডার মেজর জেনারেল ফখরুল আহসান, সেনাকল্যাণ সংস্থার চেয়ারম্যান মেজর জেনারেল ইফতেখার আনিস, সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদসহ সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তাগণ,জেসিও এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

author avatar
Editor Online
Exit mobile version