Site icon Mohona TV

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী এবং পুলিশের মধ্যে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী এবং পুলিশের মধ্যে গোলাগুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের ৮ইষ্ট। ব্লক বি-৬৩ এবং ব্লক-বি B-৪৯ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্পে ৮ইষ্ট, ব্লক বি-২৪ এলাকার মোহাম্মদ নুর প্রকাশ ইউনুছের ছেলে সলিম উল্লাহ (৩৩) ও নিহত অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পের ওই এলাকায় একজন রোহিঙ্গা হেড মাঝিকে সন্ত্রাসীরা মারধরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। এ সময় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। তাদের মধ্যে একজন  ক্যাম্প ৮-ই’র বাসিন্দা বলে জানা গেছে। এ সময় দেশীয় একটি বন্দুক, ১ টি ম্যাগজিন ও ৭০ টি গুলি উদ্ধার করা হয়।

পরে নিহতদের ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

author avatar
Editor Online
Exit mobile version