Site icon Mohona TV

বই আর ব্যাংক নিয়ে স্বাধীনতাবিরোধী চক্র গুজব ছড়াচ্ছে : শিল্প প্রতিমন্ত্রী

বই আর ব্যাংক নিয়ে স্বাধীনতাবিরোধী চক্র গুজব ছড়াচ্ছে জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার বলেছেন, চাহিদা অনুযায়ী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ইতোমধ্যেই নতুন বই পৌঁছে গেছে।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে, রাজধানীর মনিপুর স্কুলে নতুন ভর্তি লটারি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শিক্ষাসহ দেশের সব সেক্টরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা তুলে ধরে শিল্প প্রতিমন্ত্রী বলেন, মনিপুর স্কুল সর্ম্পকে প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজখবর নেন বলেই প্রতিষ্ঠানটির এতো সফলতা। দেশের অন্যতম সেরা মনিপুর স্কুলের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান কামাল আহমেদ মজুমদার।

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে লটারিতে ভর্তি কার্যক্রম। এরই ধারাবাহিকতায় দেশের অন্যতম সেরা বিদ্যাপিঠ মনিপুর স্কুল অ্যান্ড কলেজে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার

এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরহাদ হোসেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে মনিপুর স্কুলের সফলতার নায়ক বলে আখ্যা দেন। আর ভর্তি কার্যক্রমের স্বচ্ছতায় সন্তোষ জানান ঢাকা জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারি কমিশনার হামিদা মোস্তফা।

বৃহত্তর মিরপুরে শিক্ষার প্রসারে কামাল আহমেদ মজুমদারের অবদান তুলে ধরে ধরেন প্রতিষ্ঠানটির নবনির্বাচিত সভাপতি এ কে এম দেলোয়ার হোসেন।

নতুন বই নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা বই পাবে। এ সময় শিক্ষাক্ষেত্রে প্রধানমন্ত্রীর যুগোপযোগী নানা উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

মনিপুর স্কুলে ভর্তি কার্যক্রমে স্বচ্ছতা রাখা হয় জানিয়ে শিল্প প্রতিমন্ত্রী বলেন, মনিপুর স্কুলে দালালের মাধ্যমে ভর্তির কোনো সুযোগ নেই। এ সময় অভিভাবকদের দালাল থেকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি।

শিক্ষকদের কারণেই মনিপুর স্কুলের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন বলে জানান, কামাল আহমেদ মজুমদার। এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্যের পুরস্কার হিসেবে জানুয়ারিতে শিক্ষকদের বেতন বৃদ্ধির ঘোষণাও দেন তিনি।

পরে লটারিতে ভর্তিচ্ছুদের কূপন তুলে এ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পপ্রতিমন্ত্রী। স্বচ্ছতার জন্য লটারি কার্যক্রম মনিপুর স্কুলের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি প্রচার করা হয়।

author avatar
Editor Online
Exit mobile version