Site icon Mohona TV

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার

ময়মনসিংহে লাইনচ্যুত ট্রেন উদ্ধার

ময়মনসিংহে ৬ দিনের ব্যবধানে চট্টগ্রামগামী একই ট্রেনের এক বগির চার চাকা একই লাইনে আবারও লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সাথে রেল যোগাযোগ প্রায় আড়াইঘন্টা  বন্ধ থাকে ।
সকাল সোয়া ৮ টার দিকে শম্ভুগঞ্জ এলাকার কি.মি. পিলার ৩৪৭ কাছে এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেন ।
তিনি বলেন, ময়মনসিংহ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি শম্ভুগঞ্জের কি.মি. পিলার ৩৪৭’র কাছে যেতেই একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম, মোহনগঞ্জ ও ঝারিয়ার সাথে রেল যোগাযোগ বন্ধ থাকে।
তিনি আরও বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার খবরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ পরিচালনা করে পৌনে এগারোটায় ট্রেনটি উদ্ধার করে। আড়াই ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
author avatar
Editor Online
Exit mobile version