Site icon Mohona TV

নড়াইলের চাঁচুড়িতে বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভায়

নড়াইলের চাঁচুড়িতে বিজয় দিবস উপলক্ষে বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভায়

 

বিজয় দিবস উপলক্ষে নড়াইলের চাঁচুড়ি বাজার এলাকায় বিশাল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে প্রথমে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইমাদুল হক খানের সভাপতিত্বে সন্ধ্যায় আলোচনা সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি শুভেচ্ছা বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।

এছাড়া প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুনার রশিদ। প্রধান বক্তা ছিলেন কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ।

জুনায়েদ হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-কালিয়া পৌর মেয়র ওয়াহিদুজ্জামান হীরা, সাবেক মেয়র বিএম ইমদাদুল হক টুলু, নড়াগাতী থানা আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বশির, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, জেলা পরিষদ সদস্য শাহীন সাজ্জাদ খান পলাশ, পাঁচগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম সাইফুজ্জামান, হামিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পলি বেগম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফসিয়ার রহমান মোল্যা, আওয়ামী নেতা হায়দার মোল্যা, চাঁচুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম হিরক, সালামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এফ এম শামীম আহমেদ, ওলামা লীগ নেতা রফিকুল ইসলাম, কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, কালিয়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রশান্ত দাসসহ অনেকে।

বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সমুন্নত রেখে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি যেন মাথাচড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে সজাগ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী করতে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

আলোচনা সভা শেষে বিজয় দিবস সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঢাকা ও খুলনার শিল্পীরা।

author avatar
Editor Online
Exit mobile version