Site icon Mohona TV

পাকিস্তানের প্রধান নির্বাচক বুম বুম আফ্রিদি

দেশটির ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে শনিবার (২৪ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিন সদস্যের কমিটিতে আফ্রিদির সঙ্গে রয়েছেন তার এক সময়ের সতীর্থ আব্দুল রাজ্জাক ও রাও ইফিতিখার।

জানা গেছে, নিয়োগপ্রাপ্ত নির্বাচকরা আপাতত নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের জন্য দায়িত্ব পালন করবেন।

সরকার বদল হলেই পরিবর্তনের হাওয়া লাগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। ইমরান খানের জায়গায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দায়িত্ব নেয়ার পর থেকেই দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের পদ নিয়ে গুঞ্জন ছিল। একটু দেরিতে হলেও শেষ পর্যন্ত সেটাই হয়েছে। পিসিবির প্রধানের পদ হারিয়েছেন রমিজ রাজা। নতুন চেয়ারম্যান হয়েছেন নাজাম শেঠি।

এদিকে, আফ্রিদিকে নির্বাচক কমিটির প্রধান হিসেবে পেয়ে খুশি বোর্ড প্রধান নাজাম শেঠি। এক বিবৃতিতে নতুন এই কমিটির ওপর আস্থা রেখে তিনি বলেন, হাতে অল্প সময় থাকলেও এরই মধ্যে নিজের কার্যকারিতা দেখাতে পারবেন আফ্রিদি।

ক্যারিয়ারে বুম বুম খ্যাত আফ্রিদি সবার কাছে জনপ্রিয় ছিলেন তার আক্রমণাত্মক ব্যাটিং এর কারণে । অবশ্য এই আক্রমণাত্মক ব্যাটিং এর জন্যই ক্যারিয়ারে ধারাবাহিকতা বজায় রাখতে পারেন নি । অনেকবার দল থেকে বাদ পরেছিলেন আবার এই আক্রমণাত্বক ব্যাটিং এর জন্যই বহু ম্যাচ জিতেছে পাকিস্তান ।

 

author avatar
Editor Online
Exit mobile version