Site icon Mohona TV

কথিত ঈসা নবী পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী পুলিশ

কথিত ঈসা নবী পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী পুলিশ

রাজশাহীতে বড় দিনকে সামনে রেখে গীর্জার পবিত্রতা নষ্টকারী কথিত ঈসা নবী পরিচয়দানকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, রোববার সকাল সাড়ে ৬ টার দিকে অজ্ঞাতানামা এক ব্যক্তি মহানগরীর উত্তম মেষপালক ক্যাথিড্রল গীর্জায় লাল কাপড়ে মোড়ানো একটি ব্যাগ রেখে পালিয়ে যায়। এসময় গীর্জার এক সেবিকা সেই ব্যাগটি দেখে সন্দেহ হলে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে সেই লাল ব্যাগের মধ্যে একটি কোরআন শরীফ দেখতে পান।

পরে ডিবির একটি দল তথ্য প্রযুক্তির সহায়তায় সেই ব্যক্তির অবস্থান চিহ্নিত করে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম গোলাম চৌধুরী। পুলিশের জিজ্ঞাসাবাদে সে নিজেকে ঈসা নবী হিসেবে দাবি করেন। বড় দিনের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির জন্যই সে গীর্জায় কোরআন শরীফ রেখে আসে বলেও জানায় পুলিশ।

নিজেকে ইসা নবী হিসেবে পরিচয়দানকারী এই গোলাম চৌধুরি মহানগরীর চন্দ্রিমা থানার ছোট বনগ্রাম নিউ কলোনী এলাকার মৃত কুদ্দুস চৌধুরীর ছেলে।

 

author avatar
Editor Online
Exit mobile version