Site icon Mohona TV

বড়দিনের শুভেচ্ছা বিনিময়ের বিষয়ে বিস্ফোরক তথ্য দিলেন বিশ্ব মুসলিম লীগের প্রধান

মুসলিম লীগের প্রধান শায়েখ ড মোহাম্মদ আল ঈসা

খ্রিস্টানদের বড়দিনে শুভেচ্ছা জানানো নিয়ে অবাক করা তথ্য দিলেন বিশ্ব মুসলিম লীগের প্রধান শায়েখ ড. মোহাম্মদ আল-ঈসা। তিনি বলেন, খ্রিস্টানদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করতে মুসলমানদের নিষেধ করে না ইসলাম। এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন। সুত্র: আরব নিউজ

ইসলাম মুসলমানদের খ্রিস্টানদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করতে নিষেধ করে না, মুসলিম ওয়ার্ল্ড লিগের প্রধান এক সাক্ষাতকারে এমনি বক্তব্য দেন ।

শেখ ডক্তর আল-ইসা ঔই সাক্ষাতকারে আরোও বলেন, শরিয়া আইনে এমন কোন পাঠ্য নেই যা মুসলমানদের খ্রিষ্টানদের শুভেচ্ছা জানানোর অনুমতি দেয়নি ।

তিনি উল্লেখ করে বলেন যে অমুসলিমদের সাথে ছুটির শুভেচ্ছা বিনিময় সংক্রান্ত ফতোয়া ইসলামী বিশ্বের সিনিয়র পণ্ডিতদের দ্বারা জারি করা হয়েছিল এবং শরিয়া আইনশাস্ত্র সম্পর্কিত কোনও বিষয়ে আপত্তি করা জায়েজ ছিল না। তিনি যোগ করে আরো বলেন যে আপত্তি শুধুমাত্র নিশ্চিত ঐকমত্যের বিষয়ে ছিল, অনুমানমূলক নয়।

আল-ইসা আরও বলেন যে এমন কোনও ধর্মীয় পাঠ্য নেই যা এই ধরনের শুভেচ্ছা নিষিদ্ধ করে এবং যখন একজন মুসলিম অন্য অমুসলিমকে ছুটির দিনে শুভেচ্ছা জানায়, এর অর্থ এই নয় যে তিনি অন্য বিশ্বাসকে স্বীকার করছেন।

আল-ইসা উল্লেখ করে বলেন যে অমুসলিমদের তাদের ছুটির দিনে অভিনন্দন জানানো “একটি আপাত আগ্রহ যা ইসলামের সুনাম প্রদান করে।”এই অভিবাদনগুলির উদ্দেশ্য হল এমন একটি বিশ্বে সহাবস্থান এবং সম্প্রীতিকে উন্নীত করা যার অত্যন্ত প্রয়োজন,” ।

আল-ইসা মক্কা-ভিত্তিক বেসরকারি সংস্থা মুসলিম ওয়ার্ল্ড লিগের প্রধান, যার লক্ষ্য ইসলামের প্রকৃত বার্তা স্পষ্ট করা।

author avatar
Editor Online
Exit mobile version