Site icon Mohona TV

পূর্ব শত্রুতার জেরে ফার্মে আগুন ! খামারীর ১৫লাখ টাকার ক্ষতি

পূর্ব শত্রুতার জেরে ফার্মে আগুন

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে পোল্ট্রি এন্ড ডেইরী ফার্মে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে ফার্মের ভেতর রাখা পশুখাদ্য আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের মেসার্স শামীম পোল্ট্রি এন্ড ডেইরী ফার্মে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী ফার্ম মালিক মো. শামীম মোড়ল বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের আতব আলীর ছেলে। অভিযুক্তরা হলেন, একই গ্রামের মো. বিল্লাল মিয়ার ছেলে সাকিব (১৮), মৃত হাবিবুল্লাহ ছেলে বিল্লাল হোসেন (৫২) ও ইমরান (২৮)।

থানায় দেওয়া অভিযোগ সুত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে শ্রীপুরের ব্যবসা প্রতিষ্ঠান হতে বাড়ি যান ফার্মের মালিক ভুক্তভোগী খামারী শামীম মোড়ল। ফার্মের খোঁজ খবর নিয়ে রাত সাড়ে বারোটার দিকে ঘুমাতে যান তিনি। রাত একটার দিকে আগুন লেগেছে বলে ফার্মের কর্মচারীর ডাক চিৎকার শুনে ফার্মে এসে স্থানীয়দের সহায়তাই আগুন নিভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভুক্তভোগী খামারী শামীম মোড়ল অভিযোগ করে বলেন, অভিযুক্তরা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সবসময়ই আমাদের ক্ষতি সাধনে লিপ্ত থাকে। ওই রাতে তারা ফার্মে প্রবেশ করে কয়েকটি স্থানে আগুন ধারিয়ে দ্রতই ঘটনাস্থল ত্যাগ করে। এতে সেখানে রাখা ১৫ লাখ টাকা মূল্যের স্থাপনা, পশুখাদ্য ও মুরগী খাবার পুড়ে ছাই হয়ে যায়।

আগুন লাগানোর কথা অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিল্লাল হোসেন মুঠোফোনে জানান, নানা বিষয় নিয়ে আমাদের সাথে তাদের দ্বন্দ্ব রয়েছে তাই প্রায় সময়ই আমাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় অভিযোগ দেয় তারা। আগুনের ঘটনা না জানলেও আমাদের নামে অভিযোগ করেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী জানান, রাতে ওই ফার্মের পাশে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। খড়কুটোয় লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির মোহনা টেলিভিশন অনলাইনকে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে । তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

author avatar
Editor Online
Exit mobile version