Site icon Mohona TV

আধাঘণ্টা মাটির নিচে চাপা পড়া ব্যক্তিকে জীবিত উদ্ধার

আধাঘণ্টা মাটির নিচে চাপা পড়া ব্যক্তিকে জীবিত উদ্ধার

গাইবান্ধায় আধাঘণ্টা মাটির নিচে চাপা পড়া ব্যক্তিকে জীবিত উদ্ধার

সাত থেকে আট ফুট মাটির গর্ত থেকে ইট তোলার সময় হঠাৎই মাটি ধসে চাপা পড়েন মো: বাবুল মিয়া (৫৫) নামের এক ব্যক্তি।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় আধা ঘণ্টা মাটির নিচে চাপা পড়ে ছিলেন ওই ব্যক্তি। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দেয় চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) মাটির নিচে এতক্ষণ চাপা থাকার পরও অবিশ্বাস্যভাবে বেঁচে ফেরার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পার্শ্বে মাটির নিচ হতে ইট বের করার সময় হঠাৎই মাটি ধসে পরে। মাটির নিচে সম্পূর্ণ চাপা পড়ে যান বাবুল মিয়া। আশপাশের লোকজন চিৎকার শুরু করলে দ্রুত খবর দেওয়া হয় গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসকে। তারা এসে পাশ দিয়ে মাটি কেটে নিচে ঢুকে প্রায় আধাঘন্টা পর বাবুলকে জীবিত উদ্ধার করে আনে বলে জানান গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ইনচার্জ আরিফ রহমান।

 

author avatar
Editor Online
Exit mobile version