Site icon Mohona TV

বুড়িপোতা সীমান্তে ৩৮ হাজার ডলার ও ১৭ লাখ টাকা উদ্ধার

বুড়িপোতা সীমান্তে ৩৮ হাজার ডলার ও ১৭ লাখ টাকা উদ্ধার

মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে ৩৮ হাজার ডলার ও ১৭ লাখ টাকা উদ্ধার ও ১ জনকে গ্রেফতার করা হয়েছে । 

মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে ৩৮ হাজার ইউএস ডলার ও ১৭ লাখ টাকা সহ রুবেল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০ টায় সদর উপজেলার নবীনগর খালপাড়া সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুবেল হোসেন নবীনপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।

বুড়িপোতা বিজিবি কোম্পানী কমান্ডার তৌহিদুজ্জামান বলেন,নবীনগর খালপাড়া সীমান্তের ১১৬ মেইন পিলারের ৫০ গজ দুরে ইউএস ডলার ও বাংলাদেশী টাকা পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৩৮ হাজার ইউএস ডলার ও ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ধারনা করা হচ্ছে ইউএস ডলার ও টাকা রুবেল হোসেনের না। কেউ তাকে পাঁচারের জন্য দিতে পারে। তাকে বিজিবি ক্যাম্পে এনে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইউএস ডলার ও টাকা পাঁচারের সাথে অন্য কারা জড়িত রয়েছে তাদের সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের পূর্বক হস্তান্তর করা হবে।

 

author avatar
Editor Online
Exit mobile version