Site icon Mohona TV

প্রতিষ্ঠিত দুর্নীতিবাজরাই সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়াচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দুর্নীতির অকাট্য তথ্য-প্রমাণ থাকলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিষ্ঠিত দুর্নীতিবাজরা আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছড়াচ্ছে বলে অভিযোগও করেন তিনি।গণভবনে দলের যৌথসভায় তিনি বলেন, জনগণকে দেয়া ওয়াদা আওয়ামী লীগ সবসময় পূরণ করে। বৈশ্বিক মন্দার কারণে হিসাব করে অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

গেলো ৭ জানুয়ারি টুঙ্গিপাড়ায় বসে আওয়ামীলীগের জাতীয় পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা। শনিবার সেই সভার মুলতবি বৈঠক আয়োজন করা হয় গণভবনে।

সূচনা বক্তব্যে দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশকে নিয়ে বঙ্গবন্ধুর আকাঙ্খা পূরণে কাজ করছে আওয়ামী লীগ। ১৪ বছর টানা ক্ষমতায় থাকার কারণেই মানুষের জীবনমান উন্নত হয়েছে। অনুযোগের সুরে সরকারপ্রধান  বলেন, এতো কিছুর পরও কিছু মানুষ দুর্নীতির গন্ধ পায়। বিশেষ করে, যারা দুর্নীতিবাজ তাদের কাছ থেকেই এমন অভিযোগ বেশি শুনতে হচ্ছে।

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমদানি খরচ বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে। সরকারও চেষ্টা করছে হিসাব করে চলতে। নানা কর্মসূচি বাস্তবায়নের ফলে দারিদ্র এবং বেকারত্ব কমানো সম্ভব হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

author avatar
Editor Online
Exit mobile version