Site icon Mohona TV

নড়াইলে ষাড়ের লড়াই দেখতে হাজারো মানুষের ভিড়

নড়াইলে ষাড়ের লড়াই দেখতে হাজারো মানুষের ভিড়

নড়াইলে অনুষ্ঠিত হলো গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই প্রতিযোগিতা। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ১৪দিনব্যাপী (৭-২০ জানুয়ারী) এসএম সুলতান মেলায় ৮ম দিনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে এ খেলার আয়োজন করা হয়। আবহমান বাংলার ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর ষাড়ের লড়াই  দেখে খুশি দূর-দূরান্ত থেকে আসা দর্শকেরা।

গ্রামীণ খেলাধুলার অন্যতম আকর্ষণ ষাড়ের লড়াই। মেলার ৮ম দিনে নড়াইল সরকারি  ভিক্টোরিয়া কলেজ মাঠে এ ষাড়ের লড়াই অনুষ্ঠিত হয়। সকাল থেকেই ষাড়ের মালিকেরা ষাড় নিয়ে মাঠে আসতে থাকেন। দুপুর ১২টা থেকে লটারির মাধ্যমে জোড়ায় জোড়ায় শুরু হয় ষাড়ের লড়াই। এ ষাড়ের লড়াই দেখতে আবাল বৃদ্ধ নানা বয়সী হাজার হাজার মানুষের সমাগম ঘটে। নড়াইলসহ আশে পাশের জেলা থেকে হাজারো মানুষের আগমনে উৎসবের নগরীতে পরিণত হয় মেলা প্রাঙ্গন।

প্রতি বছর সুলতান মেলায় ষাড়ের লড়াই এর আয়োজন করা হয়। করোনার কারনে বিগত দুই বছর মেলা হয়নি। দীর্ঘদিন পর সুলতান মেলায় ষাড়ের লড়াই উপভোগ করে খুশি  দর্শকেরা। নড়াইল,যশোর,খুলনাসহ বিভিন্ন জেলা থেকে প্রায় ১০০টি ষাড় এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

ষাড়ের মালিকেরা জানালেন, গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী ষাড়ের লড়াই  ধরে রাখার পাশাপাশি মানুষের বিনোদন দেওয়ার জন্য তারা ষাড় নিয়ে এসেছেন। এ ছাড়া ষাড় বিজয়ী হলে অনেক দামে বিক্রি হয়ে যায়।

১৪ দিনব্যাপী সুলতান মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে রয়েছে চিত্রশিল্পী এসএম, সুলতানের জীবন দর্শন,শিল্পীসত্তা ও কর্মময় জীবনের উপর সেমিনার ও আলোচনা সভা, দেশ বিদেশিও বিশিষ্ট শিল্পীদের আঁকা ছবির প্রদর্শনী, শিশুদের
চিত্রাংকন প্রতিযোগিতা , গ্রামীণ খেলাধুলা (কাবাডি, লাঠিখেলা, ভলিবল, কুস্তি,ভলিবল, আর্চারী, ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগীতা), সুলতান পদক প্রদান, প্রতিদিন সন্ধ্যায় স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

এবারের সুলতান মেলায় স্থানীয় ৪৪টি সাংস্কৃতিক সংগঠন এবং জাতীয় পর্যায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান
পরিবেশন করবে।

author avatar
Editor Online
Exit mobile version