Site icon Mohona TV

টেকনাফ থেকে ২লাখ ১০হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফ থেকে ২লাখ ১০হাজার পিস ইয়াবা উদ্ধার
কক্সবাজারের টেকনাফ থেকে ২লাখ ১০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড। 

গতকাল রাতে উপজেলার সাবরাং নোয়াপাড়া নাফ নদী এলাকায় অভিযান চালিয়ে একটি ডিঙি নৌকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আজ সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন, কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এসময় সাবরাং নোয়াপাড়া নাফ নদী এলাকায় মায়ানমার সীমান্ত হতে একটি ডিঙি নৌকা বাংলাদেশ সীমানার দিকে আসতে দেখা যায়। সীমানা অতিক্রম করায় নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হয় এবং কোস্টগার্ড সদস্য কর্তৃক নৌকাটিকে থামার জন্য সংকেত দেওয়া হয়।

কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে উক্ত নৌকা থেকে ২টি হলুদ রংয়ের প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে নৌকাটি দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা পানি থেকে বস্তা ২টি উদ্ধার করে তল্লাশি চালিয়ে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

author avatar
Editor Online
Exit mobile version