Site icon Mohona TV

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের সুযোগ নেই: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের কোনো সুযোগ নেই বলে জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। দেশের বিচার ব্যবস্থাকে স্বাধীন উল্লেখ করে মন্ত্রী বলেন, কারো চাপে বিচারক অপসারণ করা হবে না।

পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা আয়োজিত ১০ম ওরিয়েন্টশন অনুষ্ঠানে যোগ দেন আইনমন্ত্রী আনিসুল হক। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। ব্রাহ্মণবাড়িয়ায় বিচারক ও আইনজীবীদের মধ্যে বিভেদ নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,  বার ও বেঞ্চ একটি পরিবার। বিচারক নিয়োগ ও বদলির বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের যে দাবি করছে তা উচ্চ আদালতে অনেক আগেই অবৈধ ঘোষণা করা হয়েছে। তাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের কোন সুযোগ নেই

রাষ্ট্রপতির তালিকায় তার নাম আছে কী-না এমন প্রশ্নে, গুজবে কান না দেয়ার কথা পরামর্শ দেন আনিসুল হক।

author avatar
Editor Online
Exit mobile version