Site icon Mohona TV

পবিত্র কোরআনে আগুন দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তুরষ্ক

পবিত্র কোরআনে আগুন দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তুরষ্ক

পবিত্র কোরআনে আগুন দেয়ায় ক্ষোভ প্রকাশ করেছে তুরষ্ক । কোরআন পোড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে তুরষ্ক ও সুইডেনের মধ্যে ।

শনিবার (২১ জানুয়ারি) স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে কোরআনে আগুন দেয় কট্টরপন্থী ইসলামবিদ্বেষী নেতা রাসমুস পালুডান। তুরস্কের আহ্বান স্বত্ত্বেও কোরআন পোড়ানোর অনুমতি দেয় সুইডেন সরকার। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আঙ্কারা । সূত্র: আল জাজিরা

সামরিক জোট ন্যাটোতে যোগদানের বিষয়ে সমর্থন দেয়া না দেয়া নিয়ে কূটনৈতিক উত্তাপের মধ্যেই এবার নতুন করে উত্তেজনা। স্টকহোমের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া আঙ্কারার। হুঁশিয়ারিতে দেশটি বলছে, পরিকল্পিভাবে ইসলামোফোবিয়া ছড়াচ্ছে সু্ইডেন। শুক্রবার রাতেই তলব করা হয় তুরস্কে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে। পূর্ব নির্ধারিত স্টকহোম সফর বাতিল করেছেন তুর্কি প্রতিরক্ষা মন্ত্রী।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার বলেন, আমরা শুরু থেকেই স্টকহোমকে সতর্ক করেছি। আমাদের বারবার আহ্বান স্বত্ত্বেও তা প্রত্যাখান করেছে সুইডেন। তাই দেশটিতে আমার সফর অপ্রয়োজন মনে করেছি।

 

author avatar
Editor Online
Exit mobile version