Site icon Mohona TV

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার  

ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুই যুবক গ্রেপ্তার

জেলার রামগতিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. শাহিন ও মো. সাহেদ নামে দুই যুবককে আটক করা হয়েছে।

আজ সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়ের করেছে। তাদেরকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সৌপর্দ করা হয়েছে।

এরআগে রোববার রাতে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার শাহিন আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর গ্রামের নুর আজমের ছেলে ও সাহেদ চর নেয়ামত গ্রামের সুফিরহাট এলাকার রেজাউল হকের ছেলে।

পুলিশ জানায়, জনতা বাজার এলাকায় রাতে একটি খোলা জমিতে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি কাতা, একটি কিরিছ, দুটি রড ও দুটি লোহার পাত উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিরা হলেন আলমগীর হোসেন, বেলাল হোসেন, মো. স্বপন, আজম, টুটুল ও হারুন।

রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান বলেন, আটক ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সৌপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে ।

 

author avatar
Editor Online
Exit mobile version