Site icon Mohona TV

সেবা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসনকে ২৫ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সেবা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসনকে ২৫ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ, সরকারি সেবা নিশ্চিত ও খাদ্যোৎপাদন বাড়ানোসহ তৃণমূল প্রশাসনকে ২৫টি নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীতে তিনদিনের জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব নির্দেশনা দেন তিনি। অপ্রয়োজনীয় খরচ কমাতে প্রকল্প গ্রহনের ক্ষেত্রে জেলা প্রশাসকদের আরো সর্তক হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান।

আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) তেজগাওঁয়ে নিজ কার্যালয়ে তিনদিনের জেলা প্রশাসক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্যে তিনি দেশগঠন, করোনাসহ নানা সংকট মোকাবিলায় জেলা প্রশাসকদের ভুমিকার প্রশংসা করেন। প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনগণের সুবিধার বিষয়টি ভেবে দেখার পরামর্শ দেন তিনি। খাদ্যোৎপাদন বৃদ্ধি, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী, সেবাপ্রত্যাশীদের হয়রানি বন্ধ এবং মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও গুজব প্রতিরোধসহ জেলা প্রশাসকদের ২৫ দফা নির্দেশনা দেন শেখ হাসিনা।

স্মার্ট বাংলাদেশে বির্নিমানে তাদের সহযোগীতাও চান সরকারপ্রধান। বিশ্ব মন্দা মোকাবিলায় সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

author avatar
Editor Online
Exit mobile version