Site icon Mohona TV

বেসরকারি হাসপাতালগুলোতে অতিরিক্ত ফি তদারকি করতে ডিসিদের নির্দেশ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করছে কি না, তা তদারকি করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে এই নির্দেশনা দেন  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘স্বাস্থ্যখাত নিয়মের মধ্যে আনার কাজ স্বাস্থ্য মন্ত্রণালয় একা করতে পারবে না। এর জন্য সবাই মিলে কাজ করতে হবে।’

মন্ত্রী বলেন, ’আমরা জেলা প্রশাসকদের অনুরোধ করেছি তারা যেন বেসরকারি হাসপাতালগুলোতেও মাঝে মাঝে ভিজিট করেন। যাতে অকারণে রোগীকে বেশি টেস্ট দেওয়া না হয়, অকারণে সিজার করা না হয়। এ ছাড়া অতিরিক্ত ফি দিতে রোগীদের বাধ্য করা হচ্ছে কি না, সেটা তদারকি করতে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ভেজাল খাবার, দুষিত পানি এসব বন্ধে ডিসিদের অভিযান করার কথা বলা হয়েছে। খেজুরের রস সরাসরি না খাওয়া, পাখির খাওয়া ফল না খাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন আমাদের অগ্রাধিকার হচ্ছে উপজেলা পর্যায়ে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা। আমাদের জেলা পর্যায় পর্যন্ত মোটামুটি ঠিক আছে। কিন্তু উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান এখনও উন্নত পর্যায়ে পৌঁছায়নি।

সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করা হয়েছে এবং সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। এখন আমাদের অগ্রাধিকার হচ্ছে উপজেলা পর্যায়ে রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করা।’

author avatar
Editor Online
Exit mobile version