Site icon Mohona TV

মানুষের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর

মানুষের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে নির্দেশ প্রধানমন্ত্রীর

পেশাদারিত্ব ও সহমর্মিতা দিয়ে মানুষের আস্থা অর্জনে পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আধুনিক নাগরিক সেবার ধারণাকে প্রাধান্য দিয়ে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যেতে হবে।

আজ রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর শারদা একাডেমীতে ৩৮তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবীশ সহকারী সুপারদের প্রশিক্ষণ সমাপনীতে এসব কথা বলেন সরকার প্রধান।

পুলিশের কাজের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশের অব্যাহত সাফল্য শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। করোনাকালে যখন আপনজনও পাশে ছিল না, সেসময় পুলিশ সদস্যরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করেছেন।

স্মার্ট প্রশাসন ও অর্থনীতির পাশাপাশি স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলার প্রত্যয় জানান তিনি। বলেন, অতীতের মতো সন্ত্রাস, জঙ্গিবাদ, মানিলন্ডারিং ও সাইবার অপরাধের বিরুদ্ধে পুলিশের ভূমিকা অব্যাহত রাখতে হবে। দেশের অগ্রযাত্রা কেউ পিছিয়ে দিতে পারবে না বলেও জানান প্রধানমন্ত্রী।

author avatar
Editor Online
Exit mobile version