Site icon Mohona TV

রাজশাহীর মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ

রাজশাহীর মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ

দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। তাইতো বঙ্গবন্ধুর কন্যাকে এক নজর দেখার জন্য জেলা-উপজেলা থেকে হাজার হাজার মানুষের ঢল নেমেছে রাজশাহীর মাদ্রাসা মাঠে ।

মধ্যরাত থেকেই আওয়ামী লীগের নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় । বেলা যত বেড়েছে নেতাকর্মীদের উপস্থিতি ততই বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে পুরো রাজশাহী নগরী সেজেছে নতুন আঙ্গিকে ।

জনসভাকে কেন্দ্র করে মাঠের বিভিন্ন প্রান্তে রাখা হয়েছে খাওয়ার পানি। মাঠের চারপাশে আছে ওয়াসার পানি সরবরাহের গাড়ি। নির্মাণ করা হয়েছে পাবলিক টয়লেট, যাতে আগত লাখ লাখ মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে জনসভাটি উপভোগ করতে পারেন। কেউ অসুস্থ হয়ে পড়লে রাখা হয়েছে মেডিকেল টিম।

৩১টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে ২৬টি উন্নয়ন প্রকল্পের কাজ এরই মধ্যে শেষ হয়েছে, আর ৫টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।

 

 

author avatar
Editor Online
Exit mobile version