Site icon Mohona TV

শেরপুরের ঝিনাইগাতীতে বিলুপ্ত প্রজাতির মেছো বাঘ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে বিলুপ্ত প্রজাতির মেছো বাঘ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে বিলুপ্ত প্রজাতির  ১টি মেছো বাঘ উদ্ধার করেছে স্থানীয় বনবিভাগ ও পুলিশ। আজ রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বন্দভাটপাড়া গ্রাম থেকে ওই মেছো বাঘটিকে উদ্ধার করা হয়।

বনবিভাগ সুত্রে জানা যায়, রোববার সকালে বন্দভাটপাড়া গ্রামে বাবু’র বাড়ীর কাঠাল গাছে মেছো বাঘটিকে দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয় পুলিশ ও বনবিভাগকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ও বনবিভাগের লোকজন সেখানে গিয়ে এলাকাবাসীদের সহযোগীতায় মেছো বাঘটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে থানা কর্তৃপক্ষ মেছো বাঘটিকে রাংটিয়া রেঞ্জের পক্ষে গজনী বিট কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দের নিকট পাহাড়ে ছেড়ে দেয়ার জন্য হস্তান্তর করেন।

এসময় মেছো বাঘটিকে এক নজর দেখতে উৎসুক জনতার ভীড় জমে। ধারণা করা হচ্ছে খাবারের সন্ধানে মেছো বাঘটি লোকালয়ে আসতে পারে।

author avatar
Editor Online
Exit mobile version