Site icon Mohona TV

বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু নির্মান নির্ধারিত সময়েই শেষ হবে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন

করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট থাকলেও যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর নির্মাণ কাজ নির্ধারিত সময় ২০২৪ সালেই শেষ হবে। আর এই সেতু নির্মাণ হলে দেশের উত্তরবঙ্গসহ দক্ষিণ এশিয়ার সাথে রেল যোগাযোগের আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি হবে বলেও দাবী করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে সেতুর পশ্চিমপাড়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানায় মন্ত্রী। এসময় দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ বিস্তারে সিরাজগঞ্জ-বগুড়া রেললাইনসহ যে সমস্ত প্রকল্প নেয়া হয়েছে সে গুলোও সঠিক সময়ে শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

পরিদর্শনকালে বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মোহাম্মাদ মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কে, এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্যসহ রেল বিভাগের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

author avatar
Editor Online
Exit mobile version