Site icon Mohona TV

পরিবারের সম্মান রক্ষার্থে হত্যা করা হয় আল আমিনকে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ক্লুলেজ আল আমিন হত্যার ঘটনায় মা ও আপন ভাই সহ ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

সোমবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার পূর্ব সনমান্দি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলঃ- আল আমিনের মা নাসিমা বেগম,ভাই ইউসুফ, চাচাতো ভাই সৈয়দ হোসেন সাগর ও প্রতিবেশী কবির হোসেন। র‌্যাবের দাবী পরিবারে সম্মান রক্ষার্থে হত্যা করা হয় আল আমিনকে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে র‌্যাব-১১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায় লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা এ তথ্য জানান।

তিনি জানান, আল আমিন এলাকায় চুরি ও ছিনতাই কাজে জড়িত থাকায় তার প্রতি বিক্ষুব্ধ ছিল পরিবার ও এলাকাবাসী। চুরি ছিনতাই থেকে বিরত রাখতে তাকে শিকল দিয়ে বেঁধে রাখতো পরিবার। গত ৯ জানুয়ারি শিকল খুলে পালিয়ে যায় আলামিন। ফের চুরি ও ছিনতাইয়ের ঘটনা ঘটতে পারে ভেবে ১০ জানুয়ারী সন্ধ্যায় আল আমিনকে একটি মাঠে নিয়ে সাগর, কবির ও জহির গামছা দিয়ে মুখ বেধে মারধর করে হত্যার পর জমির আইলে ঘাসের স্তুপে লাশ লুকিয়ে রাখে। লাশ উদ্ধারের পর নিহতের মা বাদী হয়ে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করে। হত্যার ঘটনাটি নিয়ে পরিবারের লোকজন অনিহা ও অসহযোগিতা পরিলক্ষিত হয়। এতে সন্দেহ হলে মা ও ভাইকে আটক করে জিজ্ঞাসাবাদে করা হয়।

তারা জানান এঘটনা প্রকাশ না করতে হত্যাকারীরা তাদেরকে হুমকি দেয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কোন রকমের সহযোগিতা না করার জন্য চাপ প্রয়োগ করে। হত্যার সাথে আরও কেউ জরিত আছে কি না তা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

author avatar
Editor Online
Exit mobile version