Site icon Mohona TV

সাতক্ষীরায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা পন্ড

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা পন্ড
সাতক্ষীরায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে বিভাগীয় সমাবেশের প্রস্তুতি সভা পন্ড হয়ে গেছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে সাতক্ষীরার আমতলা মোড়ের নিরিবিলি কমিউনিটি সেন্টারে এডভোকেট সৈয়দ ইফতেখারের সভাপতিত্বে শুরু হয় প্রস্তুতি সভা। এর মধ্যে দলের জেলা কমিটির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম বক্তৃতা শুরু করলে হঠাৎ একদল যুবক তারদিকে তেড়ে যায় এবং কিল চড় ঘুষি দিয়ে সংঘর্ষে যুক্ত হয়। এসময় পাল্টা গ্রুপ তা প্রতিহতের চেষ্টা করে। পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। তবে সংঘর্ষের পর বিএনপি নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করে বেরিয়ে যায়।

প্রস্তুতি সভা পন্ড হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে শামসুজ্জামান দুদু বলেন, আমাদের নিজেদের মধ্যে সংঘর্ষ হলে তা দলের জন্য অশনি সংকেত। এতে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সরকারপক্ষ এটা নিয়ে হাসিতামাশা করবে।

জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী জানান, অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি আসার পর শান্তিপূর্নভাবে সভা চলছিলো। এসময় সাতক্ষীরা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিমের বক্তব্য চলাকালে বিএনপির একটি পক্ষ উত্তেজিত হয়ে পড়ে। এসময় তারা আব্দুল আলিমকে আক্রমন করার চেষ্টা করলে তা দুইপক্ষের সংঘর্ষে পরিনত হয়। এভাবে চলার পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আব্দুল আলীম বলেন, বড় দলে এধরনের গ্রুপিং গন্ডগোল ফ্যাসাদ থাকে থাকবে। এমন বড় কিছু নয়।

আরেক গ্রুপের নেতা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তারিকুল হাসান বলেন, ‘‘আজকের প্রস্তুতি সভায় সদস্য সচিব আব্দুল আলীমের বক্তব্য উত্তেজনাকর হওয়ায় তার দিকে নেতাকর্মীরা রুখে যায়। লাঞ্চিত বলতে তার দিকে তেড়ে যায়।
এখন সেখান থেকে সবাই চলে গেছে। সভা বন্ধ।’’

বিএনপি নেতা জাহিদ বলেন, জেলা কমিটির সদস্য সচিব আব্দুল আলিম বক্তৃতা শুরু করলে প্রথমে বিএনপিকর্মী আইনুল ইসলাম নান্টা বক্তার দিকে চড়াও হয়। সাথে সাথে সংঘবদ্ধ ভাবে মারপিটেও উদ্যেত হলে পুরো সভা তারা পন্ড করে চলেও
যায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন, নির্বাহী কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, হাবিবুর রহমান হবি, শেখ তারিকুল হাসান, মৃনাল
কান্তি রায় প্রমুখ।

সাতক্ষীরা সদর থানার ওসি (অপারেশন) তারেক আহম্মেদ জানান, বিএনপির নিজেদের এক গ্রুপ আরেক গ্রুপের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়লে পুলিশী হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

author avatar
Editor Online
Exit mobile version