Site icon Mohona TV

ছেলেকে বেঁধে রেখে মুক্তিযুদ্ধাকে হত্যা করে বাড়িতে ডাকাতি

ছেলেকে বেঁধে রেখে মুক্তিযুদ্ধাকে হত্যা করে বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলেকে হাত,পা ও চোখ বেঁধে, মুক্তিযুদ্ধা আব্দুল হালিমকে শ্বাসরোধে হত্যার পর ঘর থেকে জমি বিক্রির ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত ২টায় এনায়েতনগর ইউনিয়নের মাওলা বাজার এলাকায় এঘটনা ঘটে।

মুক্তিযুদ্ধা আব্দুল হালিম মৃত.মহব্বত আলীর ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ছেলে হাফেজ মোঃ মাসুদ জানান, তার পরিবারের লোকজন শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। রাতে তার বাবা ও সে তাদের নিচ রুমে ঘুমিয়ে পড়েন। ঘুমন্ত অবস্থায় হঠাৎ ৩ জন দুর্বৃত্ত তার হাত,পা ও চোখ বেঁধে মারধর করে। তবে তার বাবার রুমে কয়জন ছিলো তা জানা নেই। দুর্বৃত্তরা যাওয়ার সময় আলমিরা ভেঙ্গে ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তারা কিভাবে রুমে প্রবেশ করেছে তা তিনি বলতে পারছেন না। তবে এটি ডাকাতি বলে তার ধারণা।

প্রত্যক্ষদর্শী ভাড়াটিয়া মাহেনূর বেগম জানান, রাতে প্রচুর শব্দ পেয়ে এগিয়ে গেলে গেটের দরজা খোলা ও নিচে পড়ে থাকা হাত,পা ও চোখ বাধা অবস্থায় মাসুদকে দেখতে পায় এবং রুমের ভেতর তার বাবার মরদেহ ও ঘরে থাকা আসবাবপত্র এলোমেলো দেখতে পায় ।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক  হুমায়ুন কবির জানান, ছেলের পরিবারের সাথে তিনি নিজ বাড়িতেই থাকেন। ঘটনার সময় বাড়িতে ছেলে ও আব্দুল হালিম ছাড়া কেউ ছিল না। তবে বাড়িতে থাকা সিসিটিভির হার্ড ডিক্সও খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুরুত্ব সহকারে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

author avatar
Editor Online
Exit mobile version