Site icon Mohona TV

শেরপুরে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে পরিবহন মালিক, চালক, হেল্পার ও শ্রমিকদের সাথে ট্রাফিক আইন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের খোয়ারপার এলাকার শাপলা চত্বর মোড়ে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ট্রাফিক পরিদর্শক মো. এসএম আবু সাইদ হিরন। ট্রাফিক পুলিশের আয়োজনে জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বাস কোচ মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।

কর্মশালায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, পরিবহন সেক্টরের শৃঙ্খলা রক্ষা, গণ পরিবহনের চালক ও সহযোগীদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নে নির্দেশনা প্রদান করা হয়।

এসময় বক্তারা লাইসেন্স ছাড়া গাড়ি না চালানো, গাড়ি চালানোর পূর্বে ওই গাড়ির কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা তা নিশ্চিত হওয়া, সব সময় সতর্ক থেকে গাড়ি চালানোর পরামর্শসহ নানা বিষয়ে বিস্তর আলোচনা করেন। কর্মশালায় বাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশার চালক ও হেলপারসহ, শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

author avatar
Editor Online
Exit mobile version