Site icon Mohona TV

চীনের স্পাই বেলুন ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করলো যুক্তরাষ্ট্র

চীনের স্পাই বেলুন ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করলো যুক্তরাষ্ট্র

চীনের স্পাই বেলুন ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র। অনেক নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন জানিয়েছে, বেলুনটিকে গুলি করে মার্কিন জলসীমায় নামিয়ে আনা হয়েছে। বেলুনটি বিস্ফোরণের পর সাগরে পড়ে যায়। গেলো কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছিল বিশালাকৃতির চীনের একটি নজরদারি বেলুন।

এভাবে শক্তিপ্রয়োগ করে চালকবিহীন বেলুনে হামলা চালানোয় তীব্র প্রতিবাদ জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। চীনের দাবি বেলুনটি আবহাওয়ার গবেষণায় ব্যবহার করা হচ্ছিল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে পৌঁছেছে।

author avatar
Editor Online
Exit mobile version